অপরাধ

নারীকে হেনস্তা করা সেই যুবকের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধরের ঘটনায় অভিযুক্ত ফারুকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে অভিযুক্তকে হেফাজতে নেয় জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে  ফারুকুলকে প্রধান করে অজ্ঞাত ৪ জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী রিয়া মণি। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

 

হোটেল মোটেল জোনের নেতা আব্দুর রহমান জানান,  কক্সবাজার পর্যটনের শহর। এখানে মানুষ আসে সমুদ্র উপভোগ করার জন্য। এমন ঘটনা খুবই দুঃখজনক। এটি কক্সবাজারের পর্যটন শিল্পেও বিরূপ প্রভাব ফেলবে।  এই ঘটনার তীব্র নিন্দাও জানান ব্যবসায়ীরা।

এর আগে গেলো রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন।

কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। এসময় পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজার