আর্কাইভ থেকে বাংলাদেশ

শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেই দেশে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেই দেশে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

দেশকে সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে আনসার-ভিডিপি অসামান্য ভূমিকা রেখেছে। 

শেখ হাসিনা আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেই উন্নয়ন হয়। তাই উন্নয়নের স্বার্থেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাহিনীর সুনাম, ঐতিহ্য ও মর্যাদা অক্ষুন্ন রেখে দেশ ও জাতির শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক আর্থসামাজিক উন্নয়নে আরও অবদান রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন শান্তিপূর্ণ | পরিবেশ | বজায় | থাকলেই | দেশে | উন্নয়ন | হবে | প্রধানমন্ত্রী