আর্কাইভ থেকে বাংলাদেশ

ফাঁসির আসামি যুদ্ধাপরাধী কায়সার মারা গেলেন

ফাঁসির আসামি যুদ্ধাপরাধী কায়সার মারা গেলেন

ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আসামি ছিলেন তিনি।  

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দ কায়সারের ছোটভাই সৈয়দ মোহাম্মদ ফয়সল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কায়সারকে ৭টি অভিযোগে প্রাণদণ্ড দেয়। এ রায় আপিল বিভাগেও বহাল থাকে। তবে রায়ের বিরুদ্ধে রিভিউ আপিল করেন তিনি।

এর আগে ২০১৩ সালের ১৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একই দিনই তাকে গ্রেপ্তার করা হয়।

মুসলিম লীগের সাবেক এই নেতা একসময় বিএনপি করলেও পরে এরশাদের (প্রয়াত) জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রতিমন্ত্রী হন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ফাঁসির | আসামি | যুদ্ধাপরাধী | কায়সার | মারা | গেলেন