আর্কাইভ থেকে ফুটবল

প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে ব্রাজিল দল থেকে বাদ অ্যান্তনি

প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে ব্রাজিল দল থেকে বাদ অ্যান্তনি
বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়া ও পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।  ম্যাচ দুটিকে সামনে রেখে দলে রাখা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ফরোয়ার্ড উইঙ্গার অ্যান্তনি সান্তোসকে।  তবে তার বিরুদ্ধে সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ উঠায় তাঁকে দল থেকে বাদ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অ্যান্তনির সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন।  ক্যাভালিনের অভিযোগ, গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাকে শারীরিক আঘাত করে গেছেন অ্যান্তনি।  গত ১৫ জানুয়ারি ম্যানচেস্টারে এক হোটেলের রুমে তাঁকে নির্যাতন করেছেন অ্যান্তনি। সে সময় গ্যাব্রিয়েলাকে আঘাতও করেন। যে কারণে গ্যাব্রিয়েলার মাথা কেটে যায় এবং পরে চিকিৎসাও নিতে হয়। গ্যাব্রিয়েলা আরও অভিযোগ করেছেন, তার বুকে আঘাত করেছেন অ্যান্তনি। এতে তার কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে। এ কারণে পরবর্তী সময়ে তাকে আবার অস্ত্রোপচার করতে হয়। ক্যাভালিনের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দলের বাইরে থাকতে হবে অ্যান্তনিকে। এতে সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে সাবেক প্রেমিকাকে শারীরিক নির্যাতন করার বিষয়টি অস্বীকার করে অ্যান্তনি বলেন, 'আমি শান্তভাবে বলতে চাই, অভিযোগগুলো মিথ্যা। প্রমাণগুলো এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আরও কিছু প্রমাণ তৈরি করা হচ্ছে, যা দেখাবে যে আমি নির্দোষ। আমার বিশ্বাস, চলমান পুলিশি তদন্ত আমার নির্দোষ হওয়ার সত্যতাকে সামনে আনবে।'  

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেমিকাকে | নির্যাতনের | অভিযোগে | ব্রাজিল | দল | বাদ | অ্যান্তনি