হিসাব করে রান্না করেও খাবার বেঁচে যায়। রাতের জন্য ঝাল ঝাল করে মাংস রেঁধেছিলেন। কিন্তু সন্ধেবেলায় ভারী খাবার খাওয়ায় এক কড়াই মাংসের খানিকটা খরচ হল। বাকি মাংস বক্সে ভরে ফ্রিজে তুলে রাখতে হল। বাসায় প্রায়ই এভাবে রান্না করা মাছ, মাংস, ভাত, ডাল বেঁচে যায়। তাছাড়া, রোজ রোজ রান্না করার ঝক্কি এড়াতে অনেকেই এক দিন খানিকটা সময় ব্যয় করে বেশি করে রেঁধে নেন। পরের কয়েক দিন তাতে নিশ্চিন্ত থাকা যায়। তবে খাবার সংরক্ষণ করা সহজ নয়। ঠিক পদ্ধতি মেনে না রাখলে অল্প দিনেই নষ্ট হয়ে যায় খাবার। চলুন জেনে নেয়া যাক রান্না করা খাবার বেশি দিন ভাল রাখার কৌশলগুলো সম্পর্কে-
সঠিক বক্স ব্যবহার করুন
কোন ধরনের বক্সে খাবার রাখছেন, তার উপর নির্ভর করছে কত দিন পর্যন্ত ভাল থাকবে। খাবার সংরক্ষণের জন্য সব সময়ে বড় বক্স বাছবেন। জায়গা বেশি থাকলে খাবারও অনেক দিন ভাল রাখা সম্ভব। ছোট বক্সে খাবার রাখলে তাড়াতাড়ি গন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
জিপলক ব্যাগ
মটরশুঁটি কিংবা অন্য কোনও সব্জি রাখার জন্য অনেকেই জিপলক ব্যাগ ব্যবহার করেন। রান্না করা খাবারও কিন্তু এ ব্যাগে রাখতে পারেন। তবে সে ক্ষেত্রে ভাজা কিংবা শুকনো কোনও তরকারি রাখতে হবে। ঝোল জাতীয় কোনও খাবার না রাখাই ভাল।
একসঙ্গে সব খাবার রাখবেন না
উপর থেকে নীচ, ফ্রিজের সব তাকগুলিই খাবারের বক্সে ভর্তি। অনেকের বাড়িতে ফ্রিজের চিত্রটি এমনই। কিন্তু বিশৃঙ্খল ভাবে রাখলে খাবার বেশি দিন পর্যন্ত ভাল রাখা সম্ভব নয়। ফ্রিজের একটি তাকে যদি মাছ, মাংস রাখেন, তা হলে অন্য একটি তাকে দুগ্ধজাত কোনও খাবার রাখতে পারেন। সব একসঙ্গে রাখলে কম দিনেই খাবার গন্ধ হয়ে যেতে পারে।
এ সম্পর্কিত আরও পড়ুনফ্রিজে | খাবার | বেশি | দিন | ভালো | রাখবেন | যেভাবে