আর্কাইভ থেকে অপরাধ

৫৫ কেজি সোনা চুরি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে ডিবি : হারুন

৫৫ কেজি সোনা চুরি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে ডিবি : হারুন
ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় যত বড় কর্মকর্তাই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনে গ্রেপ্তার করা হবে। স্বর্ণ চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হারুন অর রশীদ বলেন, মামলার দায়িত্ব পাওয়ার পর বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউজের গুদামে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছি, অর্থাৎ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আটজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এরমধ্যে চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও চারজন সিপাহী।

এ সম্পর্কিত আরও পড়ুন ৫৫ | কেজি | সোনা | চুরি | সিসিটিভি | ফুটেজ | পর্যালোচনা | করছে | ডিবি | | হারুন