আর্কাইভ থেকে দেশজুড়ে

টেকনাফে বিপুল ইয়াবাসহ আটক দুই

টেকনাফে বিপুল ইয়াবাসহ আটক দুই
কক্সবাজারের টেকনাফে সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানছড়ি এলাকায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন—টেকনাফ সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানছড়িপাড়ার মৃত কবির আহম্মদের ছেলে মো. আব্দুল্লাহ (৩০) এবং একই এলাকার মৃত আলী আহম্মদের মো. আলী (২৮)। র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-১৫ এর আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারির প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানছড়ি এলাকার আবুল কালামের বাড়িতে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিএসসি কোম্পানির একটি দল সেখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেহ ও সঙ্গে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল এবং ৪টি সিম কার্ড জব্দ করা হয়। এছাড়াও আভিযানিক দল ওই স্থানে পৌঁছানোর আগে আরেকজন মাদক কারবারি পালিয়ে যায়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন টেকনাফে | বিপুল | ইয়াবাসহ | আটক | দুই