আর্কাইভ থেকে এশিয়া

জি২০-র স্থায়ী সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন

জি২০-র স্থায়ী সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন
জি২০-র স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো আফ্রিকান ইউনিয়ন। আজকে সম্মেলনের প্রথম সেশনে এই নিয়ে ঘোষণা করেন গোষ্ঠীর বর্তমান সভাপতি তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসেছে। রোববারও এই সম্মেলন চলবে। এবারের সম্মেলনের থিম হল 'এক বিশ্ব, এক পরিবার'। জি২০ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, 'কোভিড মহামারীর পরে বিশ্বে আস্থার ঘাটতি দেখা দিয়েছে। এটা একটি নতুন চ্যালেঞ্জ। দুর্ভাগ্যবশত, সাম্প্রতিককালে যুদ্ধ এই সমস্যাকে আরও গভীর করেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যদি কোভিডের মতো মহামারিকে পরাজিত করতে পারি, তবে আমরা এই আস্থার ঘাটতি সংক্রান্ত চ্যালেঞ্জকেও জয় করতে পারি। আজ, জি২০-এর সভাপতি হিসেবে ভারত এই আস্থার ঘাটতিকে ভরসা ও আত্মবিশ্বাসে রূপান্তর করার জন্য আহ্বান জানাচ্ছে সমগ্র বিশ্বের প্রতি। আমাদের সকলের একসাথে চলা উচিত।' শুরু জি২০ সম্মেলনের প্রথম দিনের সেশন বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা আজ সকালে এসে পৌঁছান ভারত মণ্ডপমে। তাঁদের সকলকে ব্যক্তিগত ভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। এরপর বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানরা ভারত মণ্ডপমের লেভেল ২-এ লিডারস লাউঞ্জে একত্রিত হন। ভারত মণ্ডপমে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় শীর্ষ সম্মেলনের প্রথম সেশন - ‘ওয়ান আর্থ’। জি২০-র স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হল আফ্রিকান ইউনিয়ন। আজকে সম্মেলনের প্রথম সেশনে এই নিয়ে ঘোষণা করেন মোদি। দেড়টার সময় রাষ্ট্রনেতা এবং প্রতিনিধি দলের সদস্যরা লাঞ্চ করবেন সম্মেলন স্থলে। দুপুর সাড়ে তিনটের সময় জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সেশন শুরু হবে। এই সেশনের নাম হবে ‘ওয়ান ফ্যামিলি’ বা ‘এক পরিবার’।

এ সম্পর্কিত আরও পড়ুন জি২০র | স্থায়ী | সদস্য | হলো | আফ্রিকান | ইউনিয়ন