আর্কাইভ থেকে বাংলাদেশ

রমজানে ১ কোটি পরিবার টিসিবির পণ্য পাবে : বাণিজ্যমন্ত্রী

রমজানে ১ কোটি পরিবার টিসিবির পণ্য পাবে : বাণিজ্যমন্ত্রী

আসছে রমজান মাসে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে। জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমান বন্দরে এয়ার লাউঞ্চ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে যে জিনিসের দাম বেড়ে যায়, দেশের বাজারে তার প্রভাব পড়ে। ফ্রি মার্কেট ইকোনমিতে এটা তো হবেই। আমরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের কাছে টিসিবি ও ওএমএসের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া যায়।

তিনি বলেন, তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে বলেই দেশে বাড়ছে। পেঁয়াজের দাম ২০০ টাকা উঠেছিল। তবে তেল, চিনি ও ডালের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে কমে-বাড়ে। বাহিরে দাম বাড়ার কারণে আমাদের দেশের ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করে।

টিপু মুনশী বলেন, আমাদের প্ল্যান ছিল ৫০ লাখ মানুষকে টিসিবি পণ্য দেয়ার, কিন্তু প্রধানমন্ত্রী আমাকে এক কোটি মানুষের জন্য আয়োজনের নির্দেশ দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | ১ | কোটি | পরিবার | টিসিবির | পণ্য | পাবে | | বাণিজ্যমন্ত্রী