পর্তুগালের একটি শহরের রাস্তায় সংরক্ষণ চৌবাচ্চা ভেঙে বিপুল পরিমাণ রেড ওয়াইন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া মদিরার পরিমাণ এত বেশি ছিল যে পশ্চিমা সংবাদমাধ্যমে পরিস্থিতি তুলে ধরতে রাস্তায় রেড ওয়াইনের বন্যার কথা উল্লেখ করেছে।
রোববার (১০ সেপ্টেম্বর) পর্তুগালের আনাদিয়ার লেভিরা শহরে ডেস্টিলারিয়া লেভিরা নামের ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠানের চৌবাচ্চা ভেঙে এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি ওয়াইন উৎপাদনকারীর দুইটি চৌবাচ্চায় ২২ লাখ লিটার ওয়াইন মজুদ ছিলো। এগুলো ভেঙে গিয়ে রেড ওয়াইন রাস্তায় গড়িয়ে পড়ে। এগুলোই শহরের রাস্তায় বন্যার মতো স্রোতে প্রবাহিত হয়েছে। টানা এক ঘণ্টার বেশি সময় মদের স্রোত প্রবাহিত হয় লেভিরার অলিগলিতে।
ডেস্টিলারিয়া লেভিরা রোববার তাদের ফেসবুক পেজে বলেছে, সকালে ঘটে যাওয়া ঘটনার জন্য তারা গভীরভাবে অনুতপ্ত। এ ক্ষতির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। এ চৌবাচ্চা ভাঙার কারণ তদন্ত করা হচ্ছে। রাস্তা পরিষ্কারের দায়িত্ব নেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে রাস্তায় রেড ওয়াইনের প্রবাহ দেখা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মদ আশেপাশের রাস্তা, জমি ও একটি ডোবা প্লাবিত করেছে। দমকলকর্মীরা পরিষ্কার করতে সহযোগিতা করছে। যে পরিমাণ মদ রাস্তায় প্রবাহিত হয়েছে তা দিয়ে অলিম্পিক গেমসের একটি সুইমিং পুল পূর্ণ করা সম্ভব হতো।
স্থানীয় কাউন্সিলের এক সদস্য বলেছেন, ওয়াইন যাতে নদীতে যেতে না পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে। কারণ এটি পরিবেশগত বিপর্যয় নিয়ে আসতে পারে।
ডিস্টিলারির চিফ এক্সিকিউটিভ পেড্রো কারভালহো বলেন, ‘ভালো মানের ওয়াইন’ হওয়ার কারণে দুর্গন্ধ খুব বেশি ছড়ায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান