সব ধরনের ক্রিকেট থেকে অন্তত ৩ মাসের জন্য ছিটকে গেলেন বেন স্টোকস। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগার ফলে আপাতত তার আর ক্রিকেটের সঙ্গে থাকা হচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালীন সময়ে চোট পান স্টোকস।
এই সপ্তাহের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করে ইংল্যান্ড। যে দলে স্টোকসের নাম নেই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সবশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছেন তিনি।
চোটকে বারবার সঙ্গী করতে হয়েছে স্টোকসকে। এদিক থেকে বললে তার জন্য বেশ কঠিন সময় ক্রিকেটে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের পর হাঁটুতে একটি অস্ত্রোপচার করতে হয়। এমনকি বিশ্বকাপেও স্টোকস থেকে পুরোপুরি সার্ভিস পায়নি ইংল্যান্ড।
চলতি বছরের আগস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে পুরো গ্রীষ্ম ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে স্টোকসকে। ফিরে আসার পর বোলিংয়ে ওয়ার্কলোড বিবেচনা করতে হয়েছে। তিনি আইপিএল থেকে নিজেকে দূরে রেখেছেন, দলকে বেশি সময় সার্ভিস দিতে চান বলে।
আগামী বছর জানুয়ারির ৯ তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টও মিস করতে যাচ্ছেন স্টোকস।
এম এইচ//