মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মোহামেডান ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে। সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন শাহরিয়ার ইমন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে বিবর্ণ ছিল দেশের ঐহিত্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে চলতি প্রিমিয়ার লিগে সুলেমানের দিয়াবাতের পায়ের কারিকুরিতে উড়ছে তারা। এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতে অপরাজিত দলটি। বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে আসরে চমক নিয়ে হাজির হওয়া স্বাধীনতা ক্রীড়া চক্রের বিপক্ষে প্রথম জয় পায় মোহামেডান। শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লিগে প্রথম দেখায় ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
বারবার সুযোগ পেয়ে সাইফ ব্যর্থ হলেও, বল জালে জড়াতে ভুল করেনি মোহামেডানের স্ট্রাইকাররা। ৩২ মিনিটে আক্রমণ চালিয়ে সাইফের রক্ষণদুর্গ ভাঙতে সফল সুলেমান দিয়াবাহে। ডি বক্সের কিছু বাইরে থেকে ওবি মোনেকের ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন দিয়াবাতে।
এর পর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর থেকে শাহরিয়ার ইমনের শট কাছের পোস্ট দিয়ে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। ৪৯ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। শেষদিকে ইমন সুযোগ মিস না করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো মোহামেডান ।
৪ ম্যাচের সমান ২ জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে আসলো মোহামেডান। অন্যদিকে টানা দুই জয়ের পর টানা দ্বিতীয় হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সাইফ স্পোর্টিং ক্লাব।
হাসিব মোহাম্মদ