আর্কাইভ থেকে বাংলাদেশ

সীমান্ত থেকে ফেনসিডিল এনে ঢাকায় বিক্রির সময় ধরা

সীমান্ত থেকে ফেনসিডিল এনে ঢাকায় বিক্রির সময় ধরা

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতাররা হলেন- নুরজাহান রুমা ওরফে দিপালী ও শহিদুল ইসলাম। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি মোহাম্মদপুর থানার বিআরটিসি বাস ডিপোর যাত্রী ছাউনীর সামনে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতার করা হয় নুরজাহান ও শহিদুলকে।

তিনি বলেন, গ্রেফতাররা সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন সীমান্ত | ফেনসিডিল | ঢাকায় | বিক্রির | সময় | ধরা