আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচনি সহিংসতা মামলায় চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

নির্বাচনি সহিংসতা মামলায় চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

নওগাঁ জেলার মান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলায় গনেশপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরীসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারী) সকালে সহিংসতা মামলার ৬ আসামী নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরীসহ ৪ জনের জামিন নামঞ্জুর করে বিচারক বিকাশ কুমার বসাক। তাঁদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ মামলার অপর দুই আসামি রশিদুল ইসলাম চৌধুরী ও নাজিম উদ্দিন মন্ডলকে জামিন দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ কুমার বলেন,নির্বাচনী সহিংসতার ওই মামলায় এজাহারভূক্ত ৫৪ আসামী একই আদালত থেকে জামিন নিয়েছেন। বাঁকি ৬ আসামি আজ রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।  

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন উপজেলার গনেশপুর ইউনিয়নে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর ৮ কর্মী-সমর্থক আহত হন।

এই সংঘর্ষের ঘটনায় নৌকার প্রার্থীর কর্মী আব্দুল হামিদ বাদি হয়ে ১২ নভেম্বর রাতে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনি | সহিংসতা | মামলায় | চেয়ারম্যানসহ | ৪ | জন | কারাগারে