আর্কাইভ থেকে বাংলাদেশ

আগুনে দগ্ধ হয়ে ৩ শিশুর মৃত্যু

আগুনে দগ্ধ হয়ে ৩ শিশুর মৃত্যু

তালাবদ্ধ ঘরে আগুনে দগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু। গেলো রোববার (২০ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ভালুকার সিডস্টোর নামক স্থানে ভয়াবহ এ অগ্নিকানণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো, নেত্রকোনা জেলার সুমন মিয়ার শিশু সন্তান খাদিজা (৫), রাদিয়া (২), রায়হান (৩)। সুমন সপরিবারে সিডস্টোরে ভাড়া বাসায় বসবাস করতেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে বলেন, গ্যাস সিলিন্ডার থেকে বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পোড়া ঘরে ঢুকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

এ সময় তিনি আরও বলেন, নিহত তিন শিশুকে তাদের বাবা-মা ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। শিশুরা ঘরে ঘুমাচ্ছিল। পাশের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আগুন লাগার পর আশপাশের ঘর থেকে সবাই বের হলেও ওই শিশুদের বাবা-মা বাড়িতে না থাকায় তিন শিশুর আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন আগুনে | দগ্ধ | হয়ে | ৩ | শিশুর | মৃত্যু