আর্কাইভ থেকে এশিয়া

কানাডার কূটনীতিককে বহিষ্কার করে ভারতের পাল্টা জবাব

কানাডার কূটনীতিককে বহিষ্কার করে ভারতের পাল্টা জবাব
ভারতের বিরুদ্ধে ব্রিটিশ কলাম্বিয়ায় জনপ্রিয় শিখ নেতা হারদীপ সিং নিজ্জাকে হত্যার অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ অভিযোগ তদন্তের পরিপ্রেক্ষিতে ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। তবে দেশটির এমন পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ভারত। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কানাডার একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে নয়াদিল্লি। শিখ নেতা হারদীপ সিং নিজ্জাকে হত্যার অভিযোগ করেছেন জাস্টিন ট্রুডো। তবে কানাডার এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। এছাড়াও এই অভিযোগকে ‘অযৌক্তিক’বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আগামী পাঁচ দিনের মধ্যে বহিষ্কৃত কানাডার কূটনীতিককে ভারত ত্যাগ করার জন্য বলা হয়েছে। আমরা কানাডার পার্লামেন্টে তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেছি এবং এটিকে প্রত্যাখ্যান করছি। এছাড়া কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও প্রত্যাখ্যান করছি আমরা।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমাদের প্রধানমন্ত্রী মোদির কাছে একই ধরনের অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী এবং সেটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল।আমরা গণতান্ত্রিক এবং আইনের শাসনের প্রতি কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের জেরে কানাডার সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।

এ সম্পর্কিত আরও পড়ুন কানাডার | কূটনীতিককে | বহিষ্কার | করে | ভারতের | পাল্টা | জবাব