আর্কাইভ থেকে বাংলাদেশ

কাফনের কাপড় গায়ে, ৩ বোনের আমরণ অনশন

কাফনের কাপড় গায়ে, ৩ বোনের আমরণ অনশন

বরগুনায় দখল হয়ে যাওয়া জমিজমা ও বসতঘর ফিরে পেতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশনে বসেছেন তিন বোন।  আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনশনে বসেন তিন বোন। 

এরা হলেন- বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুর রশীদের মেয়ে রুবি আক্তার (২৭) , জেসমিন আক্তার (১৮) ও মোসা.রোজিনা (১৬)।

জানা যায়, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে চট্টগ্রামে চলে যান রুবি। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে দুই বোনকে লেখাপড়া করান । এর কয়েক বছর পর ২০১৯ সালে নিজ বাড়িতে ফিরে দেখেন তাদের পৈতৃক সম্পত্তি  চাচারা এলাকার প্রভাবশালীদের যোগসাজসে দখল করে নিয়েছে। এমনকি তাদেরকে বসতঘর থেকেও বের করে দেওয়া হয়।  

বড় বোন রুবি আক্তার বলেন, আমরা জমি বুঝে পেতে চাইলে তারা বলে আমাদের জমি নাকি নিলামে তারা কিনে নিয়েছেন। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি এই জমির কোনো নিলাম হয়নি।

তিনি আরও বলেন, বিষয়টি ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ও ডিসিকে জানালেও তারা আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। আমাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান বলেন, আমি তাদেরকে আমার অফিসে ডাকলেও তারা আসেনি। পরে আমি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা আমার সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন কাফনের | কাপড় | গায়ে | ৩ | বোনের | আমরণ | অনশন