আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়ার বো মা হাম লায় ৭ জনের মৃত্যু : ইউক্রেন পুলিশ

রাশিয়ার বো মা হাম লায় ৭ জনের মৃত্যু : ইউক্রেন পুলিশ

রাশিয়ান বাহিনীর বোমা হামলায় এ পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছে। জানিয়েছে ইউক্রেনের পুলিশ।

পুলিশ বলছে, ওদেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে হওয়া হামলায় ছয়জন মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে যে মারিউপল শহরে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, রুশ সেনাবাহিনীর বহর ইউক্রেনের উত্তরে চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী, ডিপিএসইউ।

ডিপিএসইউ বলছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী সীমান্তের ভেতরে আগ্রাসন শুরু করে।

অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যে পুরো ইউক্রেনে সামরিক শাসন জারি করা হচ্ছে।

আতঙ্কের কিছু নেই। আমরা শক্ত অবস্থানে আছি। আমরা যে কোন কিছুর জন্য প্রস্তুত। আমরা সবাইকে প্রতিহত করবো, কারণ আমরা ইউক্রেন।

৫টি রুশ বিমান ভূপাতিত, রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে- ‘শান্ত থাকুন ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখুন।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।

রাজধানী ছেড়ে যাচ্ছে কিয়েভের বাসিন্দারা

মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন।

এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন।

কিয়েভে বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইট করেছেন যে রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে ক্যাশ মেশিনগুলোতে লাইন দিতে দেখা যাচ্ছে।

তার কিছুক্ষণ পরেই কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়ার | বো | মা | হাম | লায় | ৭ | জনের | মৃত্যু | | ইউক্রেন | পুলিশ