আর্কাইভ থেকে বাংলাদেশ

অর্ধনগ্ন স্নানের দৃশ্যে দর্শক সংখ্যা বেশি হয় : স্মিতা

অর্ধনগ্ন স্নানের দৃশ্যে দর্শক সংখ্যা বেশি হয় : স্মিতা

সিনেমা মানেই অন্য কিছু, দর্শক কি দেখবে তা ঠিক করেন পরিচালক। দর্শকের কাছে সিনেমা মানে কী! তা কি নারী শরীরের দৃশ্য নাকি গল্প। সিনেমাতে আমাদের যা দেখানো হয় আমরা কি তাই দেখি,নাকি আমরা দেখতে চায় বলে তা দেখানো হয় । এই নিয়ে স্মিতার কথা -

'চক্র'  সিনেমার জন্য  স্নানের দৃশ্য নিয়ে তাকে নানা সমালোচনায় পড়তে হয়। সিনেমাটিকে ঘিরে বিতর্ক প্রসঙ্গে নায়িকা নিজেই এ বিষয়ে মুখ খোলেন। 

স্মিতা বলেন, "আমাদের দেশের মানুষের উপরে কিছু বিষয় চাপিয়ে দেয়া হয়েছে। যেমন, এই ছবিতে যৌনতা আছে। আবার ওই ছবিতে অভিনেত্রীর অর্ধনগ্ন হয়ে স্নান করার দৃশ্য আছে। অভিনেত্রী আর তাঁর শরীর- সম্প্রতি নয়, বহু দিনের চর্চিত বিষয়, যা আজও বিনোদন জগতের অন্যতম আকর্ষণ। কেনো এই আকর্ষন -?

লাল বাজার থানা কি তবে আর কথা বলছে না, এ থেকে বের হয়ে আসার উপায় কি -? লাল বাজর থানা কিছু বলেনি, তবে সিনেমার এই দৃশ্য হতে বের হয়ে আসতে পারেনি বাংলা কিংবা হিন্দি সিনেমা ।

স্মিতা পাতিল। ৩১ বছরেই ঝরে যাওয়া এক অভিনেত্রী। নিজের কাজ থেকে রাজ বব্বরের সঙ্গে বিয়ে, সব কিছু নিয়েই সরব ছিলেন তিনি। অল্প সময়েই দূরদর্শনের সংবাদ পাঠিকা থেকে অভিনেত্রী হয়ে ওঠা স্মিতা 'চক্র' ছবিতে অভিনয় করে দ্বিতীয় বারের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 'চক্র’ ছবির জন্য মুম্বইয়ের বস্তিতে গিয়ে সেখানকার জীবনযাত্রা আয়ত্ত করেছিলেন স্মিতা।

 ১৯৮১ সালে মুক্তি পাওয়া ছবিটি ঘিরে বিতর্ক প্রসঙ্গে নায়িকা নিজেই এক সময়ে মুখ খোলেন। এক সাক্ষাৎকারে বলেন, "আমাদের দেশের মানুষের উপরে কিছু বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন, এই ছবিতে যৌনতা আছে। আবার ওই ছবিতে অভিনেত্রীর অর্ধনগ্ন হয়ে স্নান করার দৃশ্য আছে। এই ছবি আপনারা দেখতে আসুন। এই মনোভাব অত্যন্ত ক্ষতিকর। কই পুরুষকে তো ছবিতে অর্ধনগ্ন কেউ দেখতে চায় না। তাতে নাকি বিশেষ লাভ নেই! কিন্তু নারীকে অর্ধনগ্ন দেখালে আরও একশো লোক বেশি আসবে ছবি দেখতে!এটাই এখন ধারণা।"

 

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন অর্ধনগ্ন | স্নানের | দৃশ্যে | দর্শক | সংখ্যা | বেশি | হয় | | স্মিতা