আর্কাইভ থেকে বাংলাদেশ

সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।

ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজে শনিবার রাশিয়ার ক্ষয়ক্ষতির এ হিসাব প্রকাশ করেছে।

বিবিসির তথ্য মতে, এছাড়া রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

যদিও বিবিসি নিরপেক্ষভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। অন্যদিকে রাশিয়া এখন পর্যন্ত কোনো হতাহতের কথা স্বীকারও করেনি।

অপদিকে, রাশিয়া দাবি করেছে, তারা  ইউক্রেনের মেলিটোপল শহর দখল করেছে। এ শহরে প্রায় দেড় লাখ মানুষ বাস করেন। মেলিটোপল ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় মারিউপোলের মূল ইউক্রেনীয় বন্দরের কাছে অবস্থিত।

এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে তাদের আনুমানিক হিসাব অনুযায়ী এক লাখ মানুষ ইতোমধ্যেই ইউক্রেনে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। এবং যুদ্ধ বাড়লে তারা আশঙ্কা করছে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন সাড়ে | ৩ | হাজার | রুশ | সেনা | নিহতের | দাবি | ইউক্রেনের