ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি র্যান্ডি ফাইন নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী ও রাজ্য অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি মামদানিকে “একজন মুসলিম সন্ত্রাসীর চেয়ে সামান্য বেশি” আখ্যা দিয়ে তার মার্কিন নাগরিকত্ব কেড়ে নেওয়া ও নির্বাসনের দাবি করেছেন।
৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার দুই বছর পূর্তি উপলক্ষে মামদানির এক বিবৃতির প্রতিক্রিয়ায় ফাইন সামাজিক মাধ্যম X-এ এ মন্তব্য করেন।
ফাইন লিখেছেন, “এটা বমি বমি ভাবের মতো। মামদানি একজন মুসলিম সন্ত্রাসী ছাড়া আর কিছুই নয়। তাকে নাগরিকত্ব দেওয়াটা লজ্জাজনক। নাগরিকত্ব কেড়ে নেয়া উচিত এবং তাকে উগান্ডার সেই গর্তে নির্বাসিত করা উচিত যেখান থেকে সে এসেছিল।”
মামদানি তার বিবৃতিতে প্রথমে বলেছিলেন, “হামাস একটি ভয়াবহ যুদ্ধাপরাধ করেছে।”
একইসঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েল সরকারকে “একটি গণহত্যামূলক যুদ্ধ” শুরু করার অভিযোগ করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রও এতে “সহযোগী।”
তিনি আরও বলেন, “দখলদারিত্ব ও বর্ণবাদের অবসান ঘটাতে হবে। যুদ্ধাপরাধের মাধ্যমে নয়, কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সরকারকে এই নৃশংসতা বন্ধ করতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে চলে আসেন। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ওয়েবসাইট অনুযায়ী, ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের ওই হামলায় হামাস ইসরায়েলে ধর্ষণ, হত্যা ও অপহরণের মতো নৃশংসতা চালায়।
সূত্র: আল জাজিরা