আর্কাইভ থেকে স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯২৮ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৩৩৫ জন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৩২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯ জন রয়েছেন রাজধানী ঢাকার। আর রাজধানীর বাইরের রয়েছেন ১০ জন। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৩ জন রোগী। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩ শ ৩৭ জন। ডেঙ্গুতে সারাদেশে মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। ঢাকায় মৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশ এবং ঢাকার বাইরে শূন্য দশমিক ৩ শতাংশ। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৯ হাজার ৬৮৩ জন। ঢাকায় ৭৫ হাজার ৪৮২ এবং ঢাকার বাইরে ১ লাখ ৪ হাজার ২০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গুতে | আরও | ১৯ | জনের | মৃত্যু