আর্কাইভ থেকে অপরাধ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন নামে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টম্বর) ভোরে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনের মেইন সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাহেদুল। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহত দেলোয়ারের বাড়ি ময়মনসিংহ জেলায়। উত্তরায় একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন তিনি। এসআই সাহেদুল জানান, ভোর সাড়ে তিনটার দিকে একটি পিকআপে করে মালামাল নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। মূল সড়কে পৌঁছার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। গাড়ির পেছনে থাকা দেলোয়ারের কাছ থকে ছিনতাইকারীরা ফোন নিয়ে পালানোর চেষ্টা করলে তিনি জাপটে ধরেন। এ সময় ছিনতাইকারীর সহযোগী তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ছিনতাইকারীর | ছুরিকাঘাতে | যুবক | নিহত