আর্কাইভ থেকে ক্রিকেট

অবসর যাবেন কবে জানালেন সাকিব

অবসর যাবেন কবে জানালেন সাকিব
বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটারের নাম জানতে চাইলে এক বাক্যে যেকেউ বলবে-সাকিব আল হাসান। একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে বড় পাওয়া বোধ হয় আর কিছু নেই। সাকিব আল হাসানের বিকল্প তৈরি হয়নি বাংলাদেশের ক্রিকেটে। শুধু দেশের কথা বলা কেন? আসলে তো বিশ্বক্রিকেটেই নেই। তবে বয়সটাও তো বসে নেই। ৩৬ পেরিয়েছে। অবসর ভাবনা তাই নাড়া দিচ্ছে সাকিবকেও।এবার ক্রিকেট ছাড়ার আনুমানিক সময়টাও জানিয়ে দিলেন এই অলরাউন্ডার। বুধবার রাতে একটি বেসরকারি টিভিতে প্রচারিত বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে ধারণকৃত সাকিবের সাক্ষাৎকারে পাওয়া গেলো অবসরের ইঙ্গিত। টাইগার অধিনায়ক জানালেন, খুব বেশিদিন হয়তো নেই। সাকিব বলেন, 'আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো। টেস্টের অবসর শিগগিরই। তবে একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।' সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত, ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’ টি-টোয়েন্টি ফরম্যাটে কতদিন খেলবেন? সাকিবের উত্তর, ‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইট।' আর টেস্ট? ‘হয়তো আরও আগেই ছেড়ে দেবো’-ভক্তদের স্তব্ধ করে দেওর মতো শব্দগুলো অনায়াসেই বললেন বিশ্বসেরা অলরাউন্ডার। এটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত? সাকিব জানালেন, এটা এখন পর্যন্ত তার ভাবনা। তবে একটু আশাও রেখে দিলেন, ‘ভবিষ্যৎ কে বলতে পারে!’এশিয়া কাপের আগে তামিম ইকবাল নেতৃত্ব ছাড়লেন। তৃতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো সাকিব আল হাসানকে। তখনই বলা হয়েছিল, এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি। আজ সাকিব জানালেন, বিশ্বকাপ শেষেই নেতৃত্ব ছাড়বেন, একদিনও অপেক্ষা করবেন না।

এ সম্পর্কিত আরও পড়ুন অবসর | যাবেন | কবে | জানালেন | সাকিব