মুক্তির পরই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে হিন্দি চলচ্চিত্রের সুপারস্টার শাহরুখ খান অভিনীত সুপার ডুপার হিট হওয়া চলচ্চিত্র ‘জাওয়ান’।ছবিটি ১৮৪ দিনে এক হাজার কোটি টাকা ঘরে তুলে ফেলেছে। বর্তমানে এই ছবির আয় দাঁড়িয়েছে এক হাজার বাইশ কোটি টাকা। তারপরও যেনো খুশি হতে পারেননি ‘বলিউড বাদশাহ’। তিনি চান আরো। আর একারণেই পুনরায় প্রেক্ষাগৃহে দর্শক টানতে ঘোষণা করলেন বিশেষ অফার।
সম্প্রতি দর্শকদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় শাহরুখ খান বলে বসেন ওই বিশেষ অফারের কথা। যেমন কথা তেমন কাজ। সোস্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, এবার থেকে ‘জাওয়ান’ ছবির একটি টিকিট কিনলে অপরটি ফ্রি। অর্থাৎ একটা টিকিটের পয়সায় দু’জন ছবি দেখে ফেলতে পারবেন।
মুক্তির প্রথম দিকে ‘জাওয়ান’ ছবির একটি টিকিট দুই হাজার টাকার বেশি মূল্যে বিক্রি হয়েছে। প্রেক্ষগৃহে দর্শক টানতে এবার ওই একটি টিকিটের সঙ্গে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হচ্ছে। এতে স্বাভাবিকভাবেই দর্শকদের বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে এই অফার প্রতিটি প্রেক্ষাগৃহে জারি করা হয়েছে। বিষয়টি টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
এছাড়া, নিজের সোস্যাল মিডিয়ায়ও (এক্স) বলিউড চলচ্চিত্রের এই ‘কিং খান’ স্পষ্ঠভাবে লিখেছেন, বন্ধু শত্রু পরিবারের সকলকে নিয়ে যেন তাঁর ভক্তরা ‘জাওয়ান’ ছবি দেখেন। শেষ বেলায় এসে এই অফার যে ছবির আয়কে আরও একবার বুস্ট করবে তা বলার অপেক্ষা রাখে না। এই বিশেষ অফারে জওয়ান এর আয় আরো কত কোটি বাড়ে তাই দেখার জন্যই অপেক্ষা করছে অন্যান্য চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান। কারণ অন্যরাও তাহলে এই সুযোগ কাজে লাগাতে চাইবে।
শাহরুখের ছবি এখন বক্স অফিসে এক হাজার কোটি টাকা নিয়ে কথা বলছে না। এই ধারা শুরু ‘পাঠান’ থেকে। অথচ ওই ছবি ৫০০ কোটি টাকা আয় করতে পারে এমন কথা প্রকাশ্যে বলেননি শাহরুখ খান। তবে এক লাফে তিনি হাজার কোটি বক্স অফিসে জোয়ার এনে দিয়েছিলেন।
পাঠান ছবি নিয়ে ওই সময় অনেকেই মনে করেছিলেন,বেশ কয়েক বছর পর শাহরুখ খানের কামব্যাক ছবি হওয়ায় ‘পাঠান’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকতেই পারে।পরবর্তীতে হয়তো এই চিত্রটা পাল্টে যাবে। তবে তাদের ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে ‘পাঠান’।
আর ‘জাওয়ান’ জওয়ানের মতো কাজ করেছে। আয়ের দৌড়ে ‘পাঠান’কে টপকে মাত্র ১৮8 দিনে ঘরে তুলে ফেলেছে হাজার কোটি টাকা। ৩০০ কোটি টাকা খরচে নির্মিত ছবিটির বর্তমানে আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার বাইশ কোটি টাকা। আর শাহরুখ খানের ‘বিশেষ অফারে’ এই ছবির আয় যে লাফিয়ে বাড়বে তা বলার অপেক্ষা রাখেনা। চলচ্চিত্র বোদ্ধারাও টের পেয়েছেন অভিনয়ের পাশাপাশি শাহরুখ খান একজন পাকা ব্যবসায়ী।
বর্তামানে ‘জাওয়ান’ ঝড় চলছে দেশ জুড়ে। সীমানা পেরিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়িয়েছে এবং এখনও দাপাচ্ছে। কেবল শাহরুখ খানের ভক্তরাই নয়, ‘জাওয়ান’ এর প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরাও। মুক্তির ছয় মাসের মধ্যেই হাজার কোটি টাকার ক্লাবে পা রেখেছে ‘জাওয়ান’। ভক্তরা সমাজমাধ্যমে শাহরুখকে এই বিরাট সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। বাদশাও ভক্তদের সেই সব শুভেচ্ছাবার্তার উত্তর দিচ্ছেন সমাজমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে।
জওয়ান ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, দক্ষিণী ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা বিজয় সেতুপতি। ‘জাওয়ান’ ছবির মাধ্যমেই বলিপাড়ায় পা রাখেন নয়নতারা।
এএম/