আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে ইউক্রেনের তোড়জোড়

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে ইউক্রেনের তোড়জোড়

যুদ্ধকালীন সময়েই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে ইউক্রেনের তোড়জোড় শুরু করেছে। দেশে চায় দ্রুত তাদেরকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হোক।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ‘জরুরিভাবে’ ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হোক। দেশ থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি তার সবশেষ ভিডিও বার্তায় বলেছেন, একটি নতুন নীতি করে ইউক্রেনকে জরুরিভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার আবেদন করছি।

তিনি বলেন,  আমাদের সাথে দাঁড়ানোর জন্য আমরা অংশীদারদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের লক্ষ্য হল সমস্ত ইউরোপীয়দের সাথে থাকা এবং তাদের সমান হওয়া। আমি নিশ্চিত যে আমরা এটি প্রাপ্য। আমি নিশ্চিত এটা সম্ভব।

জেলেনস্কি বলেন, রোববার পর্তুগাল, লিথুয়ানিয়া, ফ্রান্স এবং পোল্যান্ডের রাষ্ট্রপতির পাশাপাশি বেলজিয়াম, স্পেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীদের সাথে কথা বলেছেন। আমাদের যুদ্ধবিরোধী জোটের সমর্থন শর্তহীন এবং নজিরবিহীন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউরোপীয় | ইউনিয়নের | সদস্য | হতে | ইউক্রেনের | তোড়জোড়