আর্কাইভ থেকে বাংলাদেশ

আজ আবারো বৈঠকে বসছে রুশ-ইউক্রেন

আজ আবারো বৈঠকে বসছে রুশ-ইউক্রেন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের অবসানের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে দ্বিতীয় দফার বৈঠকে বসছে দুই দেশের কর্মকর্তারা। 

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকার মধ্যেই এই আলোচনা হচ্ছে। আর সমঝোতার জন্য রাশিয়া কঠিন শর্ত আরোপ করেছে। সূত্র: বিবিসি

রাশিয়ার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রতিনিধিরা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রওনা হয়েছেন।

রাশিয়ার পক্ষে প্রধান মীমাংসাকারী ভ্লাদিমির মেদনিস্কি রুশ মিডিয়াকে জানান, ইউক্রেনের কর্মকর্তারা কিয়েভ থেকে রওনা হয়েছেন, রুশ সৈন্যরা তাদের জন্য একটি নিরাপত্তা করিডোর নিশ্চিত করছে।
তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কিছু শোনা যায়নি।

গেলো সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশ-ইউক্রেন সীমান্তের গোমেলে দুই পক্ষের প্রথম বৈঠক হয়। প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা বা সিদ্ধান্তে আসেনি দুপক্ষ। দ্বিতীয় দফার আলোচনায় কোনো ফল আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাশিয়ার সেনাবাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনের ওপর হামলা করে। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | আবারো | বৈঠকে | বসছে | রুশইউক্রেন