রাজধানী

আবারও শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা খোলা রেখেছেন আন্দোলনকারীরা

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা।

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়েছেন নেতা-কর্মীরা। এসময় তারা  নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার সেই হাদি মরে না’, ‘‘হাদি না মোদি, হাদি হাদিস্লোগান দেন

এর আগে গতকাল সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইনকিলাব মঞ্চ