আর্কাইভ থেকে বাংলাদেশ

জাতিসংঘের নিন্দা প্রস্তাব, ভোট দিলো না বাংলাদেশ

জাতিসংঘের নিন্দা প্রস্তাব, ভোট দিলো না বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের বিরল অধিবেশনে ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিন্দা জানিয়ে জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪১টি নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

গেলা বুধবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দুইদিন টানা বিতর্কের পর ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। সূত্র: বিবিসি

এছাড়া, রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ এবং ভোট দেয়ায় বিরত ছিল ৩৫টি দেশ।

যেসব দেশ ভোট দেয়ায় বিরত ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে – বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম , ইরাক, ইরান, কিউবা এবং দক্ষিণ আফ্রিকা।

এ প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি দেশ ভোট দিয়েছে তারা হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরিত্রিয়া এবং রাশিয়া।

এই প্রস্তাবের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানানো হয়েছে এবং সেখান থেকে সৈন্য সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে।
যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে কিংবা ভোট দেয়া থেকে বিরত ছিল , তাদের সবার সঙ্গে রাশিয়ার ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

যদিও সাধারণ পরিষদের পাশ হওয়া এই প্রস্তাব মেনে চলার ক্ষেত্রে কোন আইনগত বাধ্যবাধকতা নেই।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ার সৈন্যরা শুধু দখল করতে আসেনি। এটা এক ধরণের গণহত্যা।

গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন জাতিসংঘের | নিন্দা | প্রস্তাব | ভোট | দিলো | বাংলাদেশ