আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রুশ সেনারা

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রুশ সেনারা

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র। সে অঞ্চল থেকে ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। খবর রয়টার্স।

এর আগে রাশিয়ার সৈন্যদের বোমা হামলায় বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন ধরে যায়। পরে সে আগুন নেভানো হয়।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির বিকিরণ স্বাভাবিক পর্যায়ে রয়েছে।

জেপোরোজিয়া পরমাণু বিদুৎ কেন্দ্রটি ১৯৮৪ সালে ১৯৯৫ সালের মধ্যে নির্মাণ করা হয়। অর্থাৎ এটি তৈরি করতে ১১ বছর সময় লেগেছিল।

এ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি রিয়েক্টর থেকে ৫ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মাধ্যমে প্রায় ৪০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায়।

স্বাভাবিক সময়ে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের মোট বিদ্যুৎ উৎপাদনের পাঁচভাগের এক ভাগ আসে। রাজধানী কিয়েভ থেকে এ বিদ্যুৎ কেন্দ্র ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনের | পরমাণু | বিদ্যুৎকেন্দ্র | দখল | করেছে | রুশ | সেনারা