পর্দা উঠলো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের টসের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ২০২৩ বিশ্বকাপের জমজমাট আসর। বৃহস্পতিবার (৫ অক্টোবর) টসে জিতে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
শুরুতেই টস করতে নামলেন দুই দলের অধিনায়ক জস বাটলার এবং টম ল্যাথাম। টস করতে নেমে জয় পেলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ইংলিশ অধিনায়ক বাটলারকে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
নিউজিল্যান্ডের একাদশ : উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
[caption id="attachment_190417" align="alignnone" width="1024"] নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম ও ইংলিশ অধিনায়ক বাটলার[/caption]
ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ১০ ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।
নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন না থাকায় কিছুটা হলেও পিছিয়ে থাকবে ইংল্যান্ড থেকে। যদিও ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারও কিছুটা চোটে ভুগছেন।
এ সম্পর্কিত আরও পড়ুনপর্দা | উঠলো | ওয়ানডে | বিশ্বকাপের | ১৩তম | আসরের