আর্কাইভ থেকে বাংলাদেশ

বোলিংয়ে চমক! ব্যাটিংয়ে বিবর্ণতা

বোলিংয়ে চমক! ব্যাটিংয়ে বিবর্ণতা

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পথচলাটা সুন্দর হলো না বাংলাদেশ নারী দলের। হার দিয়ে শুরু হলো জাহানারা-জ্যোতিদের। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে তারা। প্রোটিয়াদের দেয়া ২০৮ রানের টার্গেটে নেমে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

২০৮ রানের টার্গেটে নেমে শুরুটা চমৎকার হয় বাংলাদেশের। উদ্বোধনী উইকেটে ৬৯ রান করেন শামিমা ও শারমিন। শামিমা ২৭ ও শারমিন ৩৪ রানে আউট হবার পর ব্যাটিংয়ে ধ্বস নামে বাংলাদেশের। শেষের দিকে ঋতুর ২৭ ও নিগারের ২৯ রানে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও বাকিরা ভাল না করায় তিন বল বাকি থাকতেই ১৭৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এরআগে ডানেডিনে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রোটিয়া কন্যারা দেখে-শুনে খেললেও ৩০ রানে ওদের প্রথম উইকেকটা তুলে নেয় টাইগ্রেসরা। ৮ রান করা তাজমিন ব্রিটসের উইকেটটা নেন ফারিহা। আরেক ওপেনার লরার ব্যাট থেকে আসে ৪১ রান। এছাড়া মারিজান ৪২ ও ট্রিয়নের ব্যাট থেকে আসে ৩৯ রান। বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণা নেন ৩ উইকেট।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন বোলিংয়ে | চমক | ব্যাটিংয়ে | বিবর্ণতা