আর্কাইভ থেকে আওয়ামী লীগ

নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রীর এখতিয়ার: তথ্যমন্ত্রী

নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রীর এখতিয়ার: তথ্যমন্ত্রী
নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট হবে কি না, সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সংবিধান অনুযায়ী ছোট করার বাধ্যবাধকতা নেই। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এটি (নির্বাচনকালীন সরকার) প্রধানমন্ত্রীর এখতিয়ার। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার (মন্ত্রিসভা) ছোট করার কোনো বাধ্যবাধকতা নেই। প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ২০১৮ সালে নির্বাচনকালীন সরকার (মন্ত্রিসভা) ছোট করা হয়নি। যে সরকার ছিল, সেই সরকারই দায়িত্ব পালন করেছে। আরেক প্রশ্নের জবাবে বাস্তবতা মেনে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনকালীন | সরকার | প্রধানমন্ত্রীর | এখতিয়ার | তথ্যমন্ত্রী