আর্কাইভ থেকে বাংলাদেশ

ফুটবল মাঠে ২২ জন আহত

ফুটবল মাঠে ২২ জন আহত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর শীর্ষ পর্যায়ের লিগে কুয়েরেতারো ও আটলাসের মধ্যকার ম্যাচে গ্যালারিতে সমর্থকদের মধ্যে মারামারিতে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দুই দলের সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পরায় ম্যাচের ৬৩ মিনিটের মাথায় ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়। 

তার আগ পর্যন্ত স্বাগতিক কুয়েরেতারোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিলো আটলাস। কোরেগিদোরা স্টেডিয়ামের মাঠ এবং গ্যালারির এই দাঙ্গা ছড়িয়ে পড়ে বাইরেও।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দু'জন গুরুতর আহত হয়েছেন এবং মোট নয় জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। লিগা এমএক্সের সভাপতি মাইকেল আরিওলা জানান, 'ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সংহতি জানিয়ে রোববারের সমস্ত ম্যাচ স্থগিত করা হয়েছে।' 
তিনি টুইটারে আরো লিখেছেন, 'স্টেডিয়ামে নিরাপত্তার অভাবের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।'

মাঠের ভেতরে ঢুকে পড়ে দুই ক্লাবের মারমুখী সমর্থকরা। দুই দলের কিছু খেলোয়াড় ড্রেসিং রুমে ফিরে যাওয়ার আগে সমর্থকদের শান্ত করার চেষ্টা করেছিলো।  
 
হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ফুটবল | মাঠে | ২২ | জন | আহত