আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়ার বিরুদ্ধে আইসিজের শুনানি আজ

রাশিয়ার বিরুদ্ধে আইসিজের শুনানি আজ

গণহত্যার কারণে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আবেদন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সোমবার (৭ মার্চ) এই অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 

ইউক্রেনের অভিযোগ, রাতের আধাঁরে বোমা ও ক্ষেপনাস্ত্র হামলা বাড়িয়ে দেয় রুশ বাহিনী। কিয়েভের পাশ্ববর্তী ইরপিন শহরে, মর্টারের গোলার আঘাতে প্রাণ গেছে মা ও দুই শিশুর। ইউক্রেন প্রতিরক্ষা বাহিনীর শঙ্কা, কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। 

গেলো ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করে ইউক্রেন। মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করে দেশটি।

এদিকে, আজ রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠকের কথা রয়েছে। আলোচনার সময় কিংবা স্থান স্পষ্ট করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগের দু'বারের মতো বেলারুশ সীমান্তেই বৈঠক হবে। 

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়ার | বিরুদ্ধে | আইসিজের | শুনানি | আজ