আর্কাইভ থেকে বাংলাদেশ

রুশ সৈন্যদের অগ্রগতি কমে গেছে: যুক্তরাজ্য

রুশ সৈন্যদের অগ্রগতি কমে গেছে: যুক্তরাজ্য

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১২তম দিনে আজও ইউক্রেনে বেশ বড় আকারে রাশিয়ার বিমান হামলা এবং গোলাবর্ষণ বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

আজ সোমবার (৭ মার্চ) বিবিসির দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তাদের বিশ্বাস গেলো ২৪ ঘণ্টায় রাশিয়ার সৈন্যরা খুবই কম এগোতে পেরেছে। ইউক্রেনের যোদ্ধাদের শক্ত প্রতিরোধ আর দুর্বল সরঞ্জাম সহায়তার কারণে তারা ব্যাপক বাধার মুখে পরেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেশটির প্রতিদিনের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া খুব তাড়াতাড়ি তাদের পরিকল্পিত লক্ষ্য অর্জন করতে পারবে, সেই সম্ভাবনা খুব কম। তবে গেলো ২৪ ঘণ্টায় ইউক্রেনের শহরগুলোর সামরিক ও বেসামরিক এলাকায় বেশ বড় আকারে রাশিয়ার বিমান হামলা এবং গোলাবর্ষণ বেড়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় খারকিভ, মাইকোলায়িভ, চেরনিহিভ এবং মারিউপোল লক্ষ্য করে হামলা বেড়ে গিয়েছে।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন রুশ | সৈন্যদের | অগ্রগতি | কমে | গেছে | যুক্তরাজ্য