পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামে একটি ১৪ তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৯টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া উইং।
সংস্থাটি জানায়, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিনির্বাপণ কাজে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি করে এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট অংশ নেয়।
আগুনে ভবনের ভেতরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে গেছে বলে জানানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
এসএইচ//