সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে এক অ্যাম্বুল্যান্স চালক আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নং ওয়ার্ডের (শিশু সার্জারি) একটি অংশে আগুন দেখা যায়। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রোগী, তাদের স্বজন এবং চিকিৎসকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই এসময় নিরাপদ স্থানে সরে যান। আগুনের কারণে কিছু সময়ের জন্য ওই তলায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আই/এ