আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেন-রাশিয়া আগ্রাসনের সর্বশেষ সংক্ষিপ্ত তথ্য

ইউক্রেন-রাশিয়া আগ্রাসনের সর্বশেষ সংক্ষিপ্ত তথ্য

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১২তম দিনেও কিয়েভের উপর সর্বাত্মক হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

আজ সোমবার (৭ মার্চ) বিবিসির দেয়া এক প্রতিবেদন অনুযায়ী চলুন দেখে নেয়া যাক ইউক্রেন-রাশিয়ার হামলা সম্পর্কে সর্বশেষ সংক্ষিপ্ত তথ্যগুলো- 

  • ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, কিয়েভের ওপর সর্বাত্মক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
  • যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তাদের বিশ্বাস, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সৈন্যরা খুবই কম এগোতে পেরেছে। ইউক্রেনের যোদ্ধাদের শক্ত প্রতিরোধ আর দুর্বল সরঞ্জাম সহায়তার কারণে তারা ব্যাপক বাধার মুখে পড়েছে।
  • বেসামরিক বাসিন্দাদের সরে যেতে চার শহরে যুদ্ধবিরতি রাশিয়ার।
  • রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।
  • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে একটি টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনা অথবা যুদ্ধ, যেভাবেই হোক রাশিয়া লক্ষ্য অর্জন করবে।
  • জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
  • রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে নেটফিক্স, আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টারকার্ড, কেপিএমজি এবং প্রাইসওয়াটারহাউজকুপার্স।

উল্লেখ্য, গেলো ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনরাশিয়া | আগ্রাসনের | সর্বশেষ | সংক্ষিপ্ত | তথ্য