আর্কাইভ থেকে বাংলাদেশ

বেলারুশ বা রাশিয়ার দিকে যুদ্ধবিরতির 'মানবিক করিডোর'

বেলারুশ বা রাশিয়ার দিকে যুদ্ধবিরতির 'মানবিক করিডোর'

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১২তম দিনেও কিয়েভের উপর সর্বাত্মক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। তবে ইউক্রেনের কয়েকটি শহরের বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ করে দিয়েছে রাশিয়া।

আজ সোমবার (৭ মার্চ) বিবিসির দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে যে কয়েকটি মানবিক করিডোরের ঘোষণা দিয়েছে রাশিয়া, সেগুলো বেলারুশ অথবা রাশিয়ার দিকে গেছে ।

রাশিয়ার আরআইএ নভোস্তি বার্তা সংস্থা যে রুটগুলো প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে, বেসামরিক বাসিন্দাদের কিয়েভ থেকে বের হওয়ার যে পথ দেখানো হয়েছে, সেটি গেছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশে। খারকিভ থেকে বের হওয়ার একটি পথ রয়েছে আর সেটি রাশিয়ায় চলে গেছে। তবে মারিউপোল এবং সুমি থেকে বের হওয়ার যে পথগুলো দেখানো হয়েছে, সেসব পথ ইউক্রেনের অন্য শহরের পাশাপাশি রাশিয়ার দিকেও গেছে।

উল্লেখ্য, গেলো ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন বেলারুশ | বা | রাশিয়ার | দিকে | যুদ্ধবিরতির | মানবিক | করিডোর