আর্কাইভ থেকে বাংলাদেশ

মারিউপোল থেকে বের হবার পথে মাইন বসানো : রেডক্রস

মারিউপোল থেকে বের হবার পথে মাইন বসানো : রেডক্রস

মারিউপোল থেকে বের হবার পথে মাইন বসানো রয়েছে। জানালেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেডক্রস (আইসিআরসি) পরিচালক (অপারেশন্স) ডোমিনিক স্টিলহার্ট। খবর বিবিসি।

রেডক্রস পরিচালক বলেন, গত কয়েকদিন ধরেই তারা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছিলেন যে, কীভাবে একটি যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা করা যায়। যাতে বেসামরিক মানুষ বোমা হামলার মুখে থাকা শহরগুলো থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু দুই পক্ষের মধ্যে 'পরিষ্কার, কার্যকর ও সুনির্দিষ্ট' একটি সমঝোতা তৈরি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, নীতিগতভাবে দুই পক্ষ একমত হয়েছিল। কিন্তু কোন পথে কারা যাবে, তা নিয়ে দ্বিমতের জের ধরে সেই সমঝোতা আর টেকেনি।

তিনি বলেছেন, রোববার আইসিআরসির কিছু লোক মারিউপোলের একটি পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারেন যে, তারা যেদিকে যাচ্ছেন, সেখানে রাস্তায় মাইন পোতা রয়েছে।

এদিকে, ইউক্রেনের কয়েকটি শহরের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে সুযোগ করে দিতে যে কয়েকটি মানবিক করিডোরের ঘোষণা দিয়েছে রাশিয়া, সেগুলো বেলারুশ অথবা রাশিয়ার দিকে গেছে বলে জানা যাচ্ছে।

ইউক্রেন বলছে, মানবিক করিডোরের নামে শরণার্থীদের বেলারুশ অথবা রাশিয়ায় নিয়ে যাওয়ার রাশিয়ান প্রস্তাব 'পুরোপুরি অনৈতিক'।

এ সম্পর্কিত আরও পড়ুন মারিউপোল | বের | হবার | পথে | মাইন | বসানো | | রেডক্রস