আর্কাইভ থেকে বাংলাদেশ

বাহরাইনে ৭ই মার্চের আলোচনা সভা

বাহরাইনে ৭ই মার্চের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  সোমবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে দেশটির রাজধানীর মানামায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এতে অংশ নেন।  

৭ই মার্চের আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, যতদিন এই বাংলাদেশ আছে ততোদিন বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার মাঝে বেঁচে থাকবেন। স্বাধীনতার এই লাল সবুজের পতাকা তাঁরই দেওয়া। বঙ্গবন্ধু একটি দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন। ৭ মার্চে বঙ্গবন্ধুর সেই অগ্নিঝরা ভাষণ পুরো বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছিলো। এই ভাষণ ছিলো স্বাধীনতার অমর কবিতা।

এর আগে অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েস।

দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাহররাইন বাংলাদেশ কমিউনিটির নেতা এবং রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বড় পর্দায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও  বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 

 

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন বাহরাইনে | ৭ই | মার্চের | আলোচনা | সভা