আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়া ও ইউক্রেন তৃতীয় দফায় আলোচনায় বসেছে

রাশিয়া ও ইউক্রেন তৃতীয় দফায় আলোচনায় বসেছে

যুদ্ধ থামাতে তৃতীয় দফায় আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তে হচ্ছে এ আলোচনা।

রাশিয়া ও বেলারুশে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার মস্কোর প্রস্তাবকে 'অনৈতিক' বলে নিন্দা করে অন্যান্য প্রস্থান রুটের দাবি করেছে কিয়েভ।

এদিকে, ইউক্রেনের জন্য অতিরিক্ত ২৩০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস জনসন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাজ্য, কানাডা ও নেদারল্যান্ডস ‘কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে’।

অপরদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে মানতে হবে ইউক্রেনকে।

তিনি বলেন, ইউক্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক এবং দনিয়েস্ক অঞ্চল দুটোকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মেনে নিতে হবে।

রাশিয়া বলেছে ইউক্রেন তাদের দাবি মানলে সাথে সাথেই সামরিক অভিযান বন্ধ করা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়া | ও | ইউক্রেন | তৃতীয় | দফায় | আলোচনায় | বসেছে