আর্কাইভ থেকে বাংলাদেশ

সুমি থেকে সবাইকে নিরাপদে সরানো হয়েছে: ইউক্রেন

সুমি থেকে সবাইকে নিরাপদে সরানো হয়েছে: ইউক্রেন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১৪তম দিনে উত্তর-পূর্বের শহর সুমি থেকে বেসামরিক মানুষজনকে সম্পূর্ণভাবে সরিয়ে নেয়া হয়েছে। জানিয়েছেন প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তা কাইরিলো তাইমোশেঙ্কো।

আজ বুধবার (৯ মার্চ) ওই কর্মকর্তার টেলিগ্রাম একাউন্টে পোস্ট করা ভিডিও থেকে পাওয়া তথ্যানুযায়ী বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়। 

তাইমোশেঙ্কো জানান, শহর থেকে পাঁচ হাজার মানুষ এবং এক হাজার ব্যক্তিগত গাড়ি নিরাপদ অবস্থানে চলে গেছে।

তার টেলিগ্রাম একাউন্টে পোস্ট করা ভিডিও দেখা যায়, অনেক মানুষ রাতের বেলা একটি রেলস্টেশনে পৌঁছেছেন।

তবে তিনি বিস্তারিত জানাননি। বিবিসিও এই নিরপেক্ষভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।

রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েকদিন ধরে হামলা করছে রুশসেনারা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র গেলো সোমবার (৭ মার্চ) শহরটিতে ২২ জন নিহত হয়েছে, তাদের মধ্যে শিশুও রয়েছে।

উল্লেখ্য, গেলো ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন সুমি | সবাইকে | নিরাপদে | সরানো | হয়েছে | ইউক্রেন