আর্কাইভ থেকে দেশজুড়ে

৮ ঘণ্টার ব্যবধানে গাজীপুরে তিন লাশ উদ্ধার

৮ ঘণ্টার ব্যবধানে গাজীপুরে তিন লাশ উদ্ধার
গাজীপুরের একাধিক উপজেলার পৃথক স্থানে ৮ ঘণ্টার ব্যবধানে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।  এর মধ্যে একজন অটোচালক রেজাব আলি, আরেকজন কৃষক আহসান উল্ল্যাহ ও অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। গেলো বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভিন্ন সময়ে এই তিনটি লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাইপাড়া গ্রামের গফুর মণ্ডলের ছেলে রেজাব আলী (৫৫), গাজীপুরের কাপাসিয়া থানার লাহুরি গ্রামের মৃত মিল্লাত আলির ছেলে আহসান উল্ল্যাহ (৪৪) ও গাজীপুরের শ্রীপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ। গেলো বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে কালিয়াকৈরের হাটুরিয়াচালা এলাকার একটি ডোবা থেকে অটোচালক রেজাব আলির (৫৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, রেজাব আলী সপরিবারে কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। বুধবার বিকেল ৪টায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। অন্যান্য দিন রাত ১০টার দিকে বাড়ি ফিরলেও সেদিন তিনি বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী হাটুরিয়াচালা এলাকার একটি জঙ্গলের কাছে ডোবায় মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গেলো বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ জঙ্গলের ডোবার মধ্যে ফেলে দিয়ে তার অটোরিকশাটি লুট করে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার দিন কাপাসিয়া উপজেলার লাহুরি গ্রামের এক ধান ক্ষেতে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় আহসান উল্ল্যাহর মরদেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গেলো বুধবার (১১ অক্টোবর) বিকেলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন কৃষক আহসান উল্ল্যাহ। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা অন্যান্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে ধান ক্ষেতে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় আহসান উল্ল্যাহর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। ঘটনার দিন সন্ধ্যায় শ্রীপুরের বরমী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় থাকা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা জেলে পাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী থানা পুলিশের খবর দিলে সেখান থেকে পরিচয় শ্রীপুর থানা পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মো. নাসিম বলেন, ভাসমান অবস্থায় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ৮ | ঘণ্টার | ব্যবধানে | গাজীপুরে | তিন | লাশ | উদ্ধার