ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ভারী বৃষ্টিপাতের কারণে একটি বহুতল ভবন ধসে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনও চারজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (১৪ সেপ্টেম্বর) মিরাটের জাকির কলোনিতে তিনতলা ভবনটি ধসে পড়ে। রোববারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কর্মকর্তারা জানান, ভবনটি ধসে পড়ার পর ১৫ জন সেখানে আটকা পড়েন। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে নেয়া হয়। সেখানে নয়জনের মৃত্যু হয়।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা জানান, ধ্বংসাবশেষের নিচে তিনজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
কেএস//