আর্কাইভ থেকে বাংলাদেশ

৬টি রেলসংযোগের মাধ্যমে সংযুক্ত হবে ভারত-বাংলোদেশ

৬টি রেলসংযোগের মাধ্যমে সংযুক্ত হবে ভারত-বাংলোদেশ

প্রতিবেশি দেশগুলোর মধ্যে রেলপথ দক্ষিণ এশিয়ার পরিধিকে দ্রুত কমিয়ে আনছে। এর সূত্র ধরেই ভারত ও বাংলাদেশ শিগগিরই ছয়টি রেল সংযোগের মাধ্যমে এবং ভারত ও নেপাল দুটি রেল সংযোগের মাধ্যমে সংযুক্ত হবে। জানান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

গেলো বুধবার (৯ মার্চ) লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে ‘ ভারতের প্রতিবেশ ’ সম্পর্কে প্রশিক্ষণ মডিউলের উদ্বোধনী অধিবেশনে শ্রিংলা এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন নির্মাণাধীন রয়েছে এবং একটি এলএনজি ক্রস বর্ডার পাইপলাইন এবং টার্মিনাল সম্ভাব্যতা যাচাই চলছে। এছাড়াও ভারতের পাওয়ার গ্রিডগুলো তার প্রতিবেশিদের সাথে ক্রমবর্ধমানভাবে একীভূত হচ্ছে।

এসময় পররাষ্ট্র সচিব আরও বলেন, মহামারি আঘাত হানার পর বাংলাদেশেই একমাত্র রাষ্ট যেখানে তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন।

এছাড়া ভারত বাংলাদেশে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প নির্মাণ করছে, জানান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন ৬টি | রেলসংযোগের | মাধ্যমে | সংযুক্ত | হবে | ভারতবাংলোদেশ