দেশজুড়ে

গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। সংকট নিরসন না হলে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি মোড় এলাকায় সর্বস্তরের জনগণব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ. বি. এম. মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ ও তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া।

বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্নাসহ নিত্যকার কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলমান থাকলেও শীত মৌসুম শুরু হওয়ার পর সংকট আরও তীব্র হয়েছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ তিতাস গ্যাস ফিল্ড থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

তারা অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় ঘেরাওসহ সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া