আর্কাইভ থেকে হলিউড

ফিলিস্তিনিদের জন্য কাঁদছেন মডেল জিজি হাদিদ

ফিলিস্তিনিদের জন্য কাঁদছেন মডেল জিজি হাদিদ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পরই গাজায় চলছে ইসরাইল সেনাবাহিনীর বিমান হামলা। এই হামলা শুরুর পর থেকেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। বাদ যায়নি হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ইন্ডস্ট্রি।জনপ্রিয় তারকাদের কেউ কেউ প্রকাশ্যে সহমর্মিতা প্রকাশ করে ইসরাইলকে সমর্থন করছেন।আবার গাজায় ইসরাইলের পাল্টা হামলায়  ব্যাপক প্রাণহানীতে দু:খ প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। এবার প্রতিক্রিয়া জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার মডেল জেলেনা নোরা হাদিদ। মডেলিং জগতে যিনি সুপার মডেল জিজি হাদিদ নামে পরিচিত। গাজায় সহিংসতার শিকার হওয়াদের জন্য সহানুভূতি প্রকাশ করে গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন জিজি হাদিদ।ওই পোস্টে তিনি লিখেন-‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বের অধীনে জীবনযাপনের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। এটি একটি দায়িত্বের মতো যা আমি প্রতিদিন পালন করি। এই অযৌক্তিক ট্র্যাজেডির ফলে প্রভাবিত সকলের প্রতি এবং প্রতিদিন যে নির্দোষ মানুষেরা এই সংঘাতে প্রাণ হারাচ্ছেন যাদের মধ্যে বেশিরভাগই শিশু, তাদের প্রতি আমি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’ গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকার্মী গোষ্ঠী হামাস। জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে নজিরবিহীন এই হামলা চালানো হয়। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় এখন পর্যন্ত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭২৪ শিশু এবং ৪৫৮ জন নারী রয়েছেন। অন্যদিকে,ইসরাইলে মারা গেছেন ১ হাজার ৩০০ জন।আর আহত হয়েছেন আরো ৩ হাজার ৪০০ জন। জিজির বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি এবং ধর্মপ্রাণ মুসলিম। তাই ফিলিস্তিনিদের প্রতি আগে থেকেই টান ও মমত্ববোধ রয়েছে এই মডেলের। ৩০ বছর বয়সী এই মডেল ইহুদি জনগণের বিষয়েও তার অবস্থান স্পষ্ট করেছেন। জিজি বলেছেন তিনি তাদেরও কোনো ক্ষতি চান না। নিজের দীর্ঘ বিবৃতিতে এই যুদ্ধ পরিস্থিতিতে নিরীহ মানুষের প্রাণহানিকে অর্থহীন বলেই দাবি করেছেন এই সুপার মডেল। তিনি জানিয়েছেন, ভূমির জন্য লড়াইয়ে সন্ত্রাসবাদও গ্রহনযোগ্য নয়। এতে সাধারণ মানুষই জীবন হারাচ্ছে।জিজি বলেন, ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টের সঙ্গে মানুষকে সন্ত্রাসবাদে জড়িয়ে ফেলার কোনো সম্পর্ক নেই। এটা আন্দোলনের জন্য ভালো কিছু বয়ে আনে না।

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনিদের | জন্য | কাঁদছেন | মডেল | জিজি | হাদিদ