আর্কাইভ থেকে ইউরোপ

লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়া

লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়া

করোনাভাইরাসের কারণে জারি থাকা লকডাউনের বিরুদ্ধে উত্তাল অস্ট্রিয়া। শনিবার দেশটিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। আইনশৃঙ্খলা ও করোনা নীতি ভাঙার অভিযোগে কয়েকজনকে আটকও করেছে পুলিশ। বেশিরভাগ বিক্ষোভকারীর মুখে কোন মাস্ক ছিল না। তারা সামাজিক দূরত্বও মানছিল না।

অস্ট্রিয়ার গণমাধ্যমগুলো জানায়, ডানপন্থী ফ্রিডম পার্টি আয়োজিত সমাবেশে যোগ দিতে রাজধানীর কেন্দ্রস্থল হয়ে পার্কের দিকে চলে যায় বিক্ষোভকারীরা। গেল মাসে লকডাউন শিথিল করে এবং স্কুল, দোকানপাট ও জাদুঘর খুলে দেয় অস্ট্রিয়া সরকার। কিন্তু এখনও যে লকডাউন জারি রয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনগণ। হোটেল রেস্তোরাঁ খোলার দাবি জানায় তারা। এছাড়া মধ্য ডানপন্থী চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগও দাবি করে তারা।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করে পুলিশ। তবে যারা সরতে অস্বীকৃতি জানিয়েছে তাদের আটক করা হয়েছে।

করোনা সংক্রমণ কমলে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে বলে জানিয়েছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউন | বিরোধী | বিক্ষোভে | উত্তাল | অস্ট্রিয়া